SS TV live
SS News
wb_sunny

Breaking News

মোস্তফা কামাল'র কথায় মহুয়া মুনার "বন্ধু আমার মন বুঝেনা"



বিনোদন ডেস্ক :  নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মহুয়া মুনা' তার ভক্ত-অনুরাগীদের জন্য আরও একটি গান নিয়ে এসেছেন। ‘বন্ধু আমার মন বুঝেনা’ শিরোনামের গানটির কথা লিখেছেন  গীতিকার মোস্তফা কামাল। সুর করেছেন রোহান রাজ।

গানটির কথা হচ্ছে, ‘বন্ধু আমার মন বুঝেনা / করে ষড়যন্ত্র কে জানি শিখাইছে তারে। ভুইলা থাকার মন্ত্র। চমৎকার কথা ও সুরের গানটি ১৬ নভেম্বর  So Music  ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে ।

গানটি প্রসঙ্গে গীতিকার মোস্তফা কামাল বলেন, মহুয়া'র কণ্ঠ ও গায়কীয় আমার বেশ ভালো লাগে। আমার লেখা ৩টি গানের মধ্যে রোমান্টিক একটি গান "আহারে আমার কি ভাগ্যে" ইতিমধ্যে রিলিজ হয়েছে।তার সাথে ডুয়েট গেয়েছে তরুন কণ্ঠশিল্পী এস এম মিঠু। মহুয়া মুনা প্রতিটি গান অসাধারণ গেয়েছেন। গানগুলো আমার মন ছুঁয়েছে। আশা করছি প্রতিটি গান শ্রোতাদেরও ভালো লাগবে।

অন্যদিকে গানটি সম্পর্কে মহুয়া বলেন, ‘বন্ধু আমার মন বুঝেনা’ শিরোনামের গানটির কথা ও সুর আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। গীতিকার মোস্তফা কামাল ভাইয়ের অসাধারণ লিখেছে।আশা করছি আমার অন্যান্য গানের মতো শ্রোতারা এ গানটিও গ্রহণ করবেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন