SS TV live
SS News
wb_sunny

Breaking News

বন্ধন মানবসেবা সংঘ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিতনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাঝেরচর এমদাদুল উলুম রাহমানিয়া মাদ্রাসা ও এতিম খানায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭) অক্টোবর দুপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধন মানবসেবা সংঘ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হৃদয় আহসান মাসুম  সাধারন সম্পাদক হানজালা প্রধান জুনায়েদ,হাবিবুর,হাসিবুল,সুমন,সুজন সহ উক্ত সংগঠনের সকল সদস্য বৃন্দ

এ সময় আগামি ২ বছরের জন্য মুফতি আব্দুল্লাহ সুহাইল দাঃবাঃ কে প্রধান উপদেস্টা ও মোঃ তানভির সাহেব কেউ উক্ত সংগঠনের উপদেস্টার দায়িত্ব প্রধান করা হয়।

 বন্ধন মানবসেবা সংঘ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হৃদয় আহসান মাসুম তার বক্তব্যে বলেন ধন্যবাদ বন্ধন মানবসেবা সংঘ পরিবারের সম্মানিত উপদেষ্টা কার্যনির্বাহী সদস্য সহ সংগঠনের সর্বস্তরের  দায়ীত্বশীল সহযোদ্ধা ভাই বোনদের  প্রতি, আশা করি পূর্বের মত সব সময় পাশে থেকে

বন্ধন মানবসেবা সংঘ পরিবার মানবতার কাজে এগিয়ে যেতে সহযোগিতা করবেন।বন্ধন মানবসেবা সংঘ পরিবারের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন ।

বন্ধন মানবসেবা সংঘ_পরিবারের সকল রক্তযোদ্ধাদের।আগামী দিনে যে কোনো কর্মসূচি তে সবাইকে পাশে পাবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এ পরিবার টা আমাদের সকলের, এ পরিবারের সাথে আমাদের সকলের আত্মার বন্ধন,এ বন্ধন অটুট থাকুক চিরকাল


হিফজুল কোরআন প্রতিযোগিতায় 

প্রথম স্থান অধিকার কারী  : মোঃ আব্দুল্লাহ 

দ্বিতীয় স্থান অধিকার কারী  : মোঃ রিদায়ান শাফি

তৃতীয় স্থান অধিকার কারী  :  মোঃ আলিফ


কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় 

প্রথম স্থান অধিকার কারী : মোঃ সিফাত

দ্বিতীয় স্থান অধিকার কারী  : মোঃ তৌছিফ

তৃতীয় স্থান অধিকার কারী ; মোঃ আবু বকর


কোরআন তেলোয়াত প্রতিযোগিতায়  বিচারকের আসন অলংকৃত করেহিলেন

মুফতি আব্দুল্লাহ সুহাইল দাঃবাঃ

হাঃমাওঃনজরুল ইসলাম দাঃবাঃ

মাওলানা মুজিবুর রহমান দাঃবাঃ

মুফতি রায়হান বিন মুজিব দাঃবাঃ


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন