চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ও সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আকতার হাবীব এর বাবা হাবিবুর রহমান (৫৯) আজ ৩০ আগস্ট বুধবার সকাল ১১: ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব মরহুমের নিজগ্রাম সোনারগাঁ পৌরসভার ছোট শিলমান্দীতে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
তার বাবার মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁও সাহিত্য নিকেতন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন