ঢাকা-চিটাগং হাইওয়ে রোডের (সোনারগাঁও সাদীপুর অংশ) ইউ-লুপ এক্সপানসন কাজের জন্যে ৩৩কেভি বিদ্যুৎ বিতরন লাইন স্থানান্তরের উদ্দেশ্যে আগামী ২৬/০৮/২০২৩ ইং(শনিবার) এবং ০২/০৯/২০২৩ইং (শনিবার) তারিখ- বর্নিত ০২দিন সকাল ৮:০০ঘটিকা হতে বিকাল ৫:৩০ঘটিকা পর্যন্ত আনন্দবাজার ৩৩কেভি এবং সোনারগাঁও ৩৩কেভি ফিডারসমূহ সাটডাউন থাকবে।
★বর্নিত সময়ে সমগ্র সোনারগাঁও পৌরসভা ( শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , সোনারগাঁও মডেল থানা, উপজেলা কমপ্লেক্স এরিয়া ব্যতীত) এবং সমগ্র মোগড়াপাড়া ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও বর্নিত সময়ে বাংলাবাজার, অলীপুরা বাজার, ফতেপুর, দড়িকান্দি, সোনাখালি, পশ্চিম সম্মান্দি এলাকাতেও সাময়িকভাবে বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্যে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ আন্তরিকভাবে দু:খিত।
সোনারগাঁও জোনাল অফিস
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১
একটি মন্তব্য পোস্ট করুন