নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের স্ত্রী তানজিলা আক্তার ৭ বছরের একটি শিশু সন্তান রেখে স্বামীর নগদ টাকা ও বিপুল পরিমান স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় স্বামী মকবুল হোসেন বাদী হয়ে স্ত্রী তানজিলা আক্তারকে বিবাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মকবুল হোসেন কাজহরদী গ্রামের মৃতঃ আলমাছ আলীর ছেলে।
অভিযোগের ভিত্তিতে মকবুল হোসেন সাংবাদিকদের জানান, ‘আমি বিগত ৮ বছর পূর্বে নিকটস্থ নোয়াকান্দি ছৈয়ালপাড়া গ্রামের ইয়াকুব আলীর মেয়ে তানজিলা আক্তারকে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে করি। নুসরাত নামে আমাদের ৭ বছর বয়সী একটি কন্যা রয়েছে এবং আমার স্ত্রী তানজিলা বর্তমানে ৩ মাসের অন্তঃস্বত্তা। বিয়ের কিছুদিন পর থেকেই লক্ষ্য করেছি তানজিলা তার খেয়াল খুশি মত চলাফেরা করতো। তাকে বাঁধা নিষেধ করলেও সে কারোর কথা শুনত না। তানজিলা মোবাইলে বিভিন্ন ছেলেদের সাথে কথাবার্তা বলতো। নিষেধ করলেও সে আমাদের কথা কর্ণপাত করতো না।
গত শনিবার (৮ জুলাই) বিকেল অনুমানিক ৩ টায় আমি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হই এবং রাত ৮ টায় বাড়িতে এসে দেখি যে, তানজিলা ঘরে নেই এবং ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় মেঝেতে পড়ে আছে । তখন আমি আশেপাশের লোকজনের উপস্থিতিতে ঘরের ভেতরে খোঁজ করে দেখি যে, ঘরের আলমারিতে থাকা আমার ব্যবসায়িক নগদ ২ লক্ষ টাকা এবং ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ৫ ভরি স্বর্নালংকার নেই। তখন তানজিলার ব্যবহৃত ০১৯৯৪৯৫৪৬৮২ মোবাইল ফোন নাম্বারে কল করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। উপরোক্ত বিবাদী তানজিলা আমার ঘরে থাকা উপরোক্ত নগদ টাকা ও স্বর্নালংকার তার পরকীয়া প্রেমিকের যোগসাজশে ও সহায়তায় চুরি করে পালিয়ে গেছে। বহু জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাইনি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী আমি সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এদিকে আমার শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ করলেও তারা এ ঘটনায় এগিয়ে আসছেন না এবং তারা রহস্যজনক আচরণ করছেন। অভিযোগ পাবার পর এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ তাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
যদি কোন ব্যক্তি পলাতক তানজিলার কোন খোঁজ বা সন্ধান দিতে পারে তাহলে তাকে উপযুক্ত সম্মানী দেয়া হবে বলে জানান ভূক্তভোগী মকবুল হোসেন। ঠিকানাঃ কাজহরদী, অলিপুরা বাজার, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। মোবাইল নাম্বার-০১৯৫১৭৮৯৪৪২
একটি মন্তব্য পোস্ট করুন