নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে হোটেল মেট্রো ইন আবাসিক হোটেল থেকে ২ নারীসহ ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।
গত ২২ জুন বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে সোনারগাঁ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পিরোজপুর ইউনিয়নের হোটেল মেট্রো ইন আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দুই জন নারী ও চারজন পুরুষ। আটক পুরুষদের সবার বাড়ি বর্তমান পিরোজপুর ইউনিয়নে হলেও নারীদের বাড়ি বগুড়াসহ চুয়াডাঙ্গা, সিদ্ধিরগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করা হয়। পর দিন শুক্রবার সকালে মানবপাচার অভিযোগে তাদের আদালতে পাঠানো হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পংকজ দা। তিনি জানান, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু নারী-পুরুষ আবাসিক হোটেলে ‘অনৈতিক’ কাজ লিপ্ত। পরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের নির্দেশে এসআই ইমরান, এসআই পঙ্কজ দা, এসআই আনিসুর রহমান এএসআই অনিকুর রহমান সহ একটি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দুই নারীসহ ৪ জন পুরুষ কে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আটক করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন