SS TV live
SS News
wb_sunny

Breaking News

আসছে মোস্তফা কামালের কথায় তরুন কণ্ঠশিল্পী এস এম মিঠু'র বেইমান।

 


নিজস্ব সংবাদদাতা:

খুব শীগ্রই আসছে তরুন কণ্ঠশিল্পী এস এম মিঠু'র কন্ঠে 'বেইমান'শিরোনামের একটি  গান। মোস্তফা কামালে'র কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন ইঞ্জিনিয়ার ডালিম ।

গীতিকার মোস্তফা কামাল বলেন,এস এম মিঠু নবাগত শিল্পী হলেও তার গায়কী অসাধারণ।গানের প্রতি তার যে ভালোবাসা তা আসলে বর্তমান প্রজন্মের নবাগত  শিল্পীদের মধ্যে খুবই কম দেখা যায়।আসা করছি গানটি আপনাদের সবার ভালো লাগবে।

মিঠু জানান, মোস্তফা কামাল ভাইয়ের কথায় প্রথম গান করলাম। ছোটবেলা থেকেই গানের প্রতি একটা ভালোবাসা ছিলো আমার।ইচ্ছে ছিলো বড় হয়ে ভাইরাল নয় একজন ভালো মানের শিল্পী হবো।আর সেই স্বপ্ন পুরনে এগিয়ে আসলেন মোস্তফা কামাল ভাই।গানটি এক কথা অসাধারণ হয়েছে। 

 So Music  ইউটিউব চ্যানেলে খুব শীগ্রই  গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে ।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন