SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে এক যুবকের মরদেহ উদ্ধার।



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার( ১৪ মার্চ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নং গংগাপুর বাজারের পশ্চিম,পাশে পরিত্যক্ত এক জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোগরাকুল এলাকার হাতেম আলীর ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে ফোন দিয়ে বিষয়টি জানায়। ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷

 ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন