নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় একটি পিকআপ তল্লাশী করে ৯ হাজার পিছ ইয়াবা সহ দুইজন মাদক কারবারিকে আটক করে।এসময়ে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফেনী সদরের ধর্মপুর এলাকার আবু আহাংয়ের ছেলে জাকির হোসেন (৪১) এবং কুমিল্লার চৌদ্দগ্রামের কাইচ্ছুটি এলাকার মো: আব্দুল মোতালেবের ছেলে নাজমুল হুদা শুভ (২৭)।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো: আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপে করে ইয়াবার বড় একটি চালান নিয়ে কয়েকজন মাদক কারবারি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে রংপুর যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার ঢাকামুখী লেনে অবস্থান করে। পরে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন