SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে সোহাগ নামে এক সবজি বিক্রেতা নিখোঁজ

 


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের উত্তর পিরোজপুর গ্রামের মোঃ সোহাগ মিয়া(৩০) নামে এক সবজি ব্যবসায়ী নিখোজ হয়েছেন। ব্যবসায়ী সোহাগ গত ৯ ফেব্রুয়ারী দুপুর থেকে নিখোঁজ আছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারী নিখোজ ব্যবসায়ীর বড় ভাই মোঃ সুমন মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোনারগাঁ থানার জিডি নং-৫২৫/১১-০২-২০২৩ইং।

নিখোজ ব্যবসায়ীর বড় ভাই মোঃ সুমন মিয়ার কাছ থেকে জানা যায়, আমরা উপজেলার পিরোজপুর ইউনিয়নের উত্তর পিরোজপুর গ্রামের বাসিন্দা। মোগরাপাড়া চৌরাস্তার শাহাব উদ্দিন সুপার মার্কেটে কাঁচা বাজারে সব্জির ব্যবসা করি। গত ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার প্রতি দিনের ন্যায় আমার ছোট ভাই মোঃ সোহাগ মিয়া দুপুর আনুমানিক ১টার দিকে বাড়িতে দুপুরের খাবার খেতে যায়। খাবার খেয়ে দুপুর আনুমানিক দেড়টার দিকে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। পরে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়ায় আত্মীয় স্বজনদের বাসায় খোজঁ নিয়ে আজও তার সন্ধান পাচ্ছিনা। আমার ছোট ভাই নিখোজ হওয়ার কারনে আমাদের পরিবারের সদস্যদের মাঝে আতংক বিরাজ করছে।

সোনারগাঁ থানার ওসি মেঃ মাহবুবুল আলম জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। নিখোজ ব্যবসায়ীর সন্ধান পেতে পুলিশ তদন্তে নেমেছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন