নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুরাতন বিস্ফোরক মামলায় বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল হোসেন, জামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মো. বাদল, জামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক ও মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আরিফ।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ জানান, থানায় আগের বিস্ফোরক আইনের দায়ের করা মামলার তাদের গ্রেফতার করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন