তরণ গীতিকার আরাফাত রাদিন ইতিমধ্যে অনেক শিল্পীর জন্য গান লিখেছেন।এবং অনেক সুনামও অর্জন করেছেন।এবার আরাফাত রাদিনের লেখা ও সুরে নতুন রোমান্টিক একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রাবনী সায়ন্তনী।
গানটির মিউজিক করেছেন ওয়াহেদ শাহীন।খুব শিগগিরই গানটি রিলিজ হবে বলে জানিয়েছেন গানের লেখক ও সুরকার।
এ বিষয়ে গীতিকার আরাফাত রাদিন বলেন, ‘অনেক গান লিখেছি কিন্তু প্রথম বারের মতো শ্রাবনী সায়ন্তনী এর জন্য লিখেছি খুব সুন্দর একটি গান হয়েছে। আশা করি গানটি সবার মন জয় করবে’।
যদিও গানটির রেকর্ডিং এর সময় কিছু জটিলতা দেখা দিয়েছিলো। জটিলতা কাটিয়ে আলহামদুলিল্লাহ গানটি রেকর্ডিং হয়েছে।আশা করি সবার ভালো লাগবে গানটির শিরোনাম "ভালোবাসি তোমায়"
একটি মন্তব্য পোস্ট করুন