নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ আভিযানিক দল।এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।
শনিবার(৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঢাকাগামী একটি পিকআপ তল্লাশি করে ৪১ কেজি আলাউদ্দিন(২১) এবং বাবুল(২৯)কে গাঁজা সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী মোঃ আলাউদ্দিন (২১) চাঁদপুর জেলার কচুয়া থানাধীন আকানিয়া এলাকার মোঃ শাহ জাহান এর ছেলে এবং অপর আসামী মোঃ বাবুল (২৯) কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানাধীন বেজোড়া এলাকার শহিদের ছেলে। তারা উভয়ই মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে পন্য পরিবহনের আড়ালে মূলত নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন