SS TV live
SS News
wb_sunny

Breaking News

রূপগঞ্জে শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা।



শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল ২৭ অক্টোবর বৃহস্পতিবার আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহম্মেদ। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল আউয়াল মোল্লা, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা, রূপগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাজী আলী ওসমান, সরকারী মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, সলিম উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, সাত্তার জুট মিলস হাই স্কুৃলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ মোল্লা, মুড়াপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, আশরাফ জুট মিলস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম হোসেন প্রমুখ। পরে শোভাযাত্রা নিয়ে স্থানীয় প্রধান সড়ক তারা প্রদক্ষিণ করে। 

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন