নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সোনারগাঁ বিশেষ প্রতিনিধি সাংবাদিক উজ্জলকে মারধর করেছে তাইজুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী।এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।তাইজুল ইসলাম উপজেলার সাদিপুর ইউনিয়নের হাতুরাপাড়া এলাকার হবি মিয়ার ছেলে।
শনিবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় অফিসের কাজের জন্য উজ্জ্বল পৌছালে পেছন থেকে তাইজুল সহ ৫/৬ জন্য সন্ত্রাসী বাহিনী তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র-দিয়ে তাকে মারধর করে এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায় এবং পরবর্তীতে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়।পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পৌছে দিয়ে যায়।
আহত উজ্জ্বল জানান,আমি বর্তমানে মোবাইল অপারেটর রবি আজিয়াটা কোম্পানিতে চাকুরী করছি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় সোনারগাঁ বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছি।তাইজুল ইসলামের সাথে আমার ব্যাক্তিগত কোন পরিচয় বা শত্রুতা নেই,অফিসিয়াল নিয়ম কানুন না মানায় অফিস থেকে তার ব্যবসায়ীক সিম বন্ধ করে দেয়।এবং সিম চালু করতে অফিসে যেতে বলায় তাইজুল ইসলাম পেছন থেকে এসে আমার উপর ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি মারে এবং তার সাথে থাকা ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়।পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়।এবং আমাকে পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়।
একটি মন্তব্য পোস্ট করুন