মাদক বিক্রি করতে দেখে ফেলায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গত ২৪ আগস্ট বুধবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে হিরাঝিল রেস্তোরাঁর পাশ থেকে তুহিন (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তুহিন উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দী গ্রামের মনির হোসেনের ছেলে।
নিহতের পালিত পিতা নুরুল হুদা জানান, আল আমিন ও রনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। গত ২২শে আগস্ট সোমবার রাতে তারা হোটেলের পাশের রুমে মাদক নিয়ে যাওয়ার সময় তুহিন তা দেখে ফেলায় তাকে মারধর করে এবং এ বিষয়ে কাউকে কিছু বললে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার একদিন পর হোটেলের পাশ থেকে তুহিনের লাশ পাওয়া যায়।
ঘটনার পর থেকেই হোটেল বন্ধ করে মোস্তফা মিয়া ও তার দুই ছেলে মাদক ব্যবসায়ী আল আমিন ও রনি পালিয়ে যায়।
হত্যাকান্ডের সাথে জড়িতদের চাঁদপুরের রগুনাথপুরের ভাঙাপুর এলাকা থেকে মোহাম্মদ মোস্তফা, তার ছেলে রনি (২০) ও আল আমিন (২৫) কে গতরাত শুক্রবার রাত ৩:৩০ ঘটিকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি আভিযানিক দল।
একটি মন্তব্য পোস্ট করুন