নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন ইউনিয়নবাসী। এই অনিয়ম ও দুর্নীতির প্রতিকার ও অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ইউনিয়নবাসী।
জানা যায়, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে গিয়ে নানা হয়রানির শিকার হতে হয় ইউনিয়নবাসীকে। ২০০-৩০০-৫০০ টাকা ছাড়া মেলেনা জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদপত্র। এছাড়া অন্যান্য সেবা বিড়ম্বনায় প্রতিদিন হয়রানী ও চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারন মানুষ। এর প্রতিবাদ করতে গেলেই নানারকম ভয়ভীতি, হুমকি দেয়া হয় সেবাগ্রহীতাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানায়, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদে আমরা এর আগে কোনোদিন এমন অনিয়ম ও দুর্নীতি দেখিনি। সরকার ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছে। অথচ সাধারণ মানুষজন তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এ থেকে পরিত্রাণ চাই।
শম্ভুপুরা ইউনিয়নের সচিব মোঃ মহিউদ্দিন দেওয়ানকে ফোন করলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ইউনিয়ন পরিষদে যা হচ্ছে সব কিছুর মধ্যে আব্দুর রউফ চেয়ারম্যান অবগত আছেন।
এ বিষয়ে আব্দুর রউফ চেয়ারম্যানের সাথে কথা বলতে চাইলে তিনি এই প্রতিবেদকের সাথে কথা বলতে চাননি। উল্টো তিনি ইউপি সদস্য ১নং ওয়ার্ডের সাবেদ আলী মেম্বারকে দিয়ে উপস্থিত সাংবাদিকদের টাকা দিয়ে তার অনিয়ম ও দূর্নীতি ঢেকে রাখার অনুরোধ করেন। সাবেদ আলী মেম্বারের উপস্থিত সাংবাদিকদের টাকা দিয়ে অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ না করার অনুরোধের ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন