SS TV live
SS News
wb_sunny

Breaking News

শোক দিবসে রাতের আঁধারে অবৈধভাবে গ্যাস সংযোগ অনন্যা হুসাইন মৌসুমীর



নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌর এলাকায় হুসাইন মোহাম্মদ এরশাদ এর তথাকথিত পালিত কন্যা অনন্যা হুসাইন মৌসুমী রাতের আঁধারে অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপনকালে স্থানীয়দের চাপের মুখে পড়ে অবশেষে গ্যাস লাইন টানা স্থগিত করলেন।

সোমবার( ১৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় পৌর এলাকার হাতকোপা এলাকায় এঘটনা ঘটে। 

স্থানীয় এলাকাবাসী জানান এর আগে অনন্যা হুসেন মৌসুমী ফেসবুকে লাইভে এসে তিনি নিজেকে একমাত্র বৈধ গ্যাস ব্যবহারকারী হিসেবে দাবি করেন অথচ শোক দিবসের রাতে তিনি অবৈধভাবে ১০ থেকে ১৫ জন লেবার নিয়ে রাতের আঁধারে সরকারি রাস্তা ও নতুন ড্রেন কেটে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা করেন।

তারা আরও জানান,তিনি হুসাইন মোহাম্মদ এরশাদ এর তথাকথিত পালিত কন্যা দাবি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব কাজ করেন। 

মৌসুমির নির্দেশে তার ভাই রিপন নিজে উপস্থিত থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার চেষ্টা করেন।পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ এসে অবৈধ গ্যাস সংযোগ দেয়া বন্ধ করে দেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়া বন্ধ করে দেওয়া হয়।সেই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন