নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুহিন মিয়া নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে উপজেলার পিরোজপুর এলাকায় মিম বোডিং এর পাশে একটি গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে চেঙ্গাকান্দী গ্রামের মনির হোসেনের ছেলে।
নিহতের পালিত পিতা নুরুল হুদা জানান, আল আমিন ও রনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। গত সোমবার রাতে তারা হোটেলের পাশের রুমে মাদক নিয়ে যাওয়ার সময় তুহিন তা দেখে ফেলায় তাকে মারধর করে এবং এ বিষয়ে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার একদিন পর হোটেলের পাশ থেকে তার লাশ পাওয়া যায়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন