SS TV live
SS News
wb_sunny

Breaking News

বন্দরে রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, স্বামী ও ভাগিনাকে মারধর



বন্দর(নারায়ণগঞ্জ)  প্রতিনিধি: বন্দরে এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে সবজি ক্ষেতে নিয়ে জামা কাপড় ছিঁড়ে বিবস্র করে  ধর্ষণের চেষ্টা করেছে  নবী হোসেন(৪০) নামে এক বখাটে। গত শনিবার  রাত সাড়ে ৮ টার দিকে ধামগড় চৈড়ার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।   এ ঘটনায় ভূক্তভোগী গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করায় বখাটে নবী হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা ওই গৃহবধূর স্বামী ও ভাগিনাকে বাড়ি থেকে ধরে এনে মারধর করে আহত করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।  

ভুক্তভোগী নারী জানান, নিজ এলাকার খাবার হোটেল ব্যবসা করেন তার স্বামী। সময় অসয়ে স্বামীর কাজে  সহযোগীতা দোকানে যাওয়া আসা হয় প্রতিদিন। প্রতিদিন আসা যাওয়ার মধ্যে একই এলাকার আব্দর রহিম মিয়ার ছেলে নবী হোসেন  দীর্ঘ দিন ধরে আমাকে কুপ্রস্তাব দিয়ে যাচ্ছে।  তার এ কু প্রস্তাবে রাজি না হওয়ায় গত শনিবার রাতে নিজ দোকান থেকে বাড়ি উদ্দেশ্যে  রওনা হই।  চৈড়ার বাড়ির রহিম বাদশার সামনে পৌঁছালে নবী হোসেন রাস্তা থেকে টেনে হেঁচড়ে তুলে সবজি ক্ষেতে নিয়ে পড়নের কাপড় ছিঁড়ে ফেলে ধর্ষণের চেষ্টা করে। এসময় আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে।  পরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় আমার স্বামী ও ভাগিনাকে বাড়ি  থেকে  ধরে এনে মারধর করে নবী হোসেন তার লোকজন।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন