SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে শিশু হুমায়রা হত্যা মামলার আরো দুই আসামি গ্রেফতার।



নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃদাকান্দি এলাকায় আলোচিত শিশু হুমায়রা  (৭) হত্যা মামলার আরো দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার (১ আগস্ট) মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব-১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম। গ্রেফতারকৃত আসামিরা হলেন সেলিম ওরফে উদয় ও শুক্কুর আলী। গত শুক্রবার নিহতের মা সেতেরা বেগম বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ৬ জনের নাম উল্লেখসহ ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে গত বৃহস্পতিবার গ্রেফতার ওই শিশুর ভাবি বৈশাখী আক্তার ও বৈশাখীর মা মনোয়ারা বেগমকে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী হুমায়রা গত মঙ্গলবার সকাল ১১টা থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে তার বাবা ওই দিন সন্ধ্যায় সোনারগাঁ থানায় সাধারণ ডায়রি করেন।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়রার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন