পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনারগাঁ সহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা,সদস্য, তথ্য ও গবেষনা উপ কমিটি, বাংলাদেশ আওয়ামিলীগ, এ এইচ এম মাসুদ দুলাল
এ এইচ এম মাসুদ দুলাল, বলেন, ‘করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল আজহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে।‘ ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’
‘পবিত্র ঈদুল আজহার আনন্দ ছোট-বড়, ধনী-গরিব সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সব ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দে সবাই সামিল হোক। সুখী-সমৃদ্ধ, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, শিক্ষা সমৃদ্ধ-সন্ত্রাসমুক্ত সোনার বাংলাদেশ গড়ে উঠুক এই শুভ কামনায় সোনারগাঁবাসীসহ দেশের সব মানুষের প্রতি রইলো ঈদুল আজহার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন
একটি মন্তব্য পোস্ট করুন