SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের উদ্যোগে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্ত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

 


সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের উদ্যোগে সিলেট ও সুনামগঞ্জে বন্যার্ত ১ হাজার অসহায় পরিবারের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী, শিশু খাদ্য ও বিভিন্ন ঔষধ সামগ্রী পৌঁছে দিয়েছে ক্লাব সদস্যরা।

গতকাল শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটের ছাতক, জকিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার

দুর্গম হাওরাঞ্চলের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তার অংশ হিসেবে ১ হাজার পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছে সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সদস্যরা, এতে ঈদের আগে কিছুটা হলেও খাদ্য অভাব দূর হচ্ছে বানভাসি মানুষের।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিতরণ করা প্রতিটি প্যাকেটে ছিলো চাল ৪ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ ১ কেজি, আলু ২ কেজি, পিঁয়াজ ১ কেজি, সেমাই ১ প্যাকেট, চিনি ১ কেজি, শিশুদের গুঁড়া দুধ, চকলেট, নাপা সিরাপ, নাপা ট্যাবলেট, ফ্লাজিল ট্যাবলেট, ওর সেলাইন সহ বিভিন্ন খাদ্যাদি বিতরণ করা হয়।  সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবকে, নাম প্রকাশে অনিচ্ছুক সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নগদ অর্থ সহ বিভিন্ন ধরনের পন্য দিয়ে সহযোগিতা করেন।

খাদ্য বিতরণীর সময় সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের উপদেষ্টা নুরুজ্জামান মোল্লা, সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সহ-সভাপতি শফিকুল ইসলাম ইমাম, নির্মল সাহা, সদস্য পারভেজ, ইব্রাহিম, মনির হোসেন, মোঃ মাজেদ, নাজমুল উপস্থিত ছিলেন। এ সময় সুনামগঞ্জের স্থানীয় সাংবাদিক রাশেদুল ইসলাম মুন্না সহ তার সহযোগীরা সার্বিকভাবে সহযোগিতা করেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন