নবজাগরণ নবদিগন্তে এগিয়ে যাবো একসাথে এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজার খেলার মাঠ পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে সেচ্ছাসেবী সংগঠন ' নবজাগরণ সোনারগাঁ'।
মঙ্গলবার(৫ জুলাই)বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমানের বাবুলের সার্বিক সহযোগিতায় খেলার মাঠটি পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংঘঠন নবজাগরণ সোনারগাঁ।
দীর্ঘদিন অবহেলা অযত্নে পরে থাকায় আশেপাশের সকল ময়লা আবর্জনা ফেলা হতো এই মাঠে। মাঠের চারিপাশে তৈরি হয়ে গিয়েছিলো ময়লার স্তূপ।ময়লার স্তূপ থেকে ছড়িয়ে পরেছিলো ময়লার দুর্গন্ধ।তাই এই খেলার মাঠকে খেলার উপযোগী করে তুলতে এগিয়ে আসে সেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ সোনারগাঁ।
একটি মন্তব্য পোস্ট করুন