SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে বিয়ের দাবিতে অবস্থান নেয়া প্রেমিকাকে পিটিয়ে হত্যা : প্রেমিকসহ গ্রেফতার ২

 



সোনারগাঁ বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করায় এক নারীকে পিটিয়ে হত্যা করার  ঘটনায় মামলার প্রধান আসামি মনিরসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 

গতকাল শনিবার দুপুরে র‍্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

গত ১৮ই জুলাই সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বাইশটেকী দেওয়ান বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করলে এক সন্তানের জননী রোকসানা আক্তারকে পিটিয়ে আহত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় ২০ জুলাই নিহতের ছোট ভাই এনামুল হক বাদি হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

২২ জুলাই রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি উপজেলার সাদীপুর ইউনিয়নের বাইশটেকী গ্রামের মৃত রাইজউদ্দিন ওরফে রাজু মিয়ার ছেলে মো. মনির হোসেন ও মো. আমির হোসেনকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর এলাকা হতে গ্রেফতার করে র‍্যাব। 

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায়, রোকসানার বিয়ের পর কয়েক বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর রোকসানা তার এক ছেলেকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করতেন। গত কয়েক বছর আগে একই এলাকার মৃত রাজু মিয়ার ছেলে এক সন্তানের জনক মনির হোসেন সাথে সর্ম্পক গড়ে উঠে। পরে রোকসানাকে বিয়ে করার প্রলোভনে মনির হোসেন একাধিক বার রোকসানার সাথে দৈহিক সর্ম্পক গড়ে উঠে। এসময় মনিরের বাড়ির লোকজন তাকে পিটিয়ে আহত করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। এ মামলার তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে আসামিদের হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন