SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠণ আসাদুজ্জামন সভাপতি,সাধারন সম্পাদক পনির ভূইয়া



নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের  নতুন কমিটি গঠণ করা হয়েছে।গত ১২ জুলাই মঙ্গলবার   উপজেলার মীরেরটেক বাজার এলাকায় এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ পএিকার অস্হায়ী কার্যালয়ে  এক সাধারণ সভার মাধ্যমে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে মাই টিভি প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান নূরকে  সভাপতি ও দৈনিক আমার সংবাদ পএিকা ও এশিয়ান টিভির  প্রতিনিধি পনির ভূইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয়।

এর আগে গত ৭ ই জুলাই পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো।

কমিটিতে অন্যান্য পদে আছেন,সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম মৃধা -দৈনিক দেশ রুপান্তর, সহ-সভাপতি - খালেকুজ্জামান (কবি জামান) বাংলার চোখ, সহ সভাপতি- কাজী সালাউদ্দীন- অগ্রবানি প্রতিদিন,সাংগঠনিক সম্পাদক - আশ্রাফুল আলম-দৈনিক যুগের চিন্তা ও প্রতিদিনের সংবাদ,  যুগ্ম-সম্পাদক-  কাজী শরীফ নেওয়াজ স্বাধীন বাংলাদেশ, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম খোকন- দৈনিক দিন প্রতিদিন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক,  মনিরুল আলম - , -গ্লোবাল  টিভি, অর্থ সম্পাদক -আক্তার -হোসেন দৈনিক নওরোজ,দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন- বাংলার চোখ  প্রচার, আইন বিষয়ক সম্পাদক এড.বিপ্লব হোসেন ,ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ। কার্যকরী সদস্য শহিদুল ইসলাম সৈকত,হাসান মাহমুদ,রবিন মিয়া।আগামী ২ বছরের জন্য এ কমিটি বলবৎ থাকবে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন