নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকায় মোঃ ইদ্রিস আলী (৫৫) ও তার ছেলে মোঃ ইসতিয়াক আলী তুষার কে (৩০) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় রাহাত ও রাতুল গংদের বিরুদ্ধে।
অভিযোগ বাদী তুষার উল্লেখ করেন, গত বুধবার দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় মোক্তার হোসেনের ছেলে রাহাত রাতুল, মোক্তার হোসেনে, মোঃ রাহিম, মোঃ মনির হোসেন সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন আমার উপরে অর্তিকীত হামলা করে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করিয়া নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। বিবাদী রাতুল আমার চোখে আগাত করে রক্তাক্ত জখম করে, তাহারা পরস্পর একদলভুক্ত, উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক। বিবাদীদের সাথে সম্পত্তি ও পারিবারিক বিষয় নিয়া পূর্ব হইতে আমাদের বিরোধ চলে আসছে।
এসময় স্থানীয়রা আমাদের ডাক চিৎকার শুনে আগাইয়া আসে এবং আমার বাবা ও আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। উক্ত বিরোধের জের ধরিয়া বিবাদীরা কারনে অকারনে প্রায়ই আমাকে ও আমার পরিবারের সদস্যদের গালমন্দ করে এবং নানা ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকী দেয়।
মোঃ ইশতিয়াক আলী ( তুষার) বলেন, পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীরা ধারালো চাকু, ছোড়া, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনী জনতাবদ্ধে আমার বসত বাড়ীতে হামলা চালায়, ১নং বিবাদী আমার সাথে থাকা মানিব্যাগ ছিনিয়ে নেয়, মানিব্যাগের ভিতর থাকা নগদ ১০,০০০/-টাকা ও আমার ব্যবহৃত একটি ভিভো-ভি-২৩ ই মোবাইল সেট নিয়া যায়। যার মূল্য-২৮,০০০/-টাকা।
একটি মন্তব্য পোস্ট করুন