SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনির অস্থায়ী ক্যাম্পে হামলা অগ্নিসংযোগ।

  


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহ মোঃ সোহাগ রনির অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এসময় অস্থায়ী ক্যাম্পে থাকা নৌকা প্রতিকে অগ্নিসংযোগ করে চেয়ার টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়,গতকাল সোমবার গভীর রাতে মোগরাপাড়া কালীগঞ্জ এলাকায় দুর্বৃত্তরা সম্পূর্ণ পরিকল্পিত ভাবে নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ রনির অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। চেয়ারম্যান প্রার্থী শাহ মোঃ সোহাগ রনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নৌকা প্রতিকের জনপ্রিয়তায় ঈষাম্বিত হয়ে রাতের আধারে নৌকার ক্যাম্পে আগুন দিয়েছে। তিনি বলেন, যারা নৌকা প্রতিকে আগুন দিয়েছে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু তারা জানে না নৌকার স্রেতে তারা ভেসে যাবে। নৌকা বা নৌকার ক্যাম্প পুড়িয়ে নৌকার জনপ্রিয়তা রুখতে পারবেনা।  তিনি এ ব্যাপারে স্থানীয় প্রসাসনের সহযোগিতা কামনা ও তদন্তপূর্বক বিচার দাবি করেন।

উল্লেখ্য আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক ছাত্রলীগ নেতা শাহ মো. সোহাগ রনি, স্বতন্ত্র পদে আনারস প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, ইসলামি ঐক্যজোটের হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন দেলোয়ার হোসেন ও মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন মো. সুরুজ মিয়া।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন