নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলে তানভির পেপার মিলে সাকিল (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, সন্ধ্যা ছয়টায় সে পাল্পার হাউজে পরে গেলে রাত ৮ টার দিকে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ বেড়িয়ে আসে। সাকিল রংপুর কাউনিয়া থানার আড়াজিয়া হরিশ্বর গ্রামের নুরুজ্জামানের ছেলে।
তানভির পেপার মিলে রিয়েন্ডার সেকশনে কর্মরত তার দুলাভাই বকুল জানান, বিগত দের বছর যাবত সে এই পেপার মিলে প্রতিদিন ৩৯০ টাকার বিনিময়ে ১২ ঘন্টা কাজ করে যাচ্ছিল। আজ আনুমানিক সন্ধ্যা ছয়টার সময় সে নিখুঁজ হয়। পরে রাত ৮ ঘটিকার সময় ছিন্নভিন্ন লাশ পাল্পারের ভেতর থেকে বেড়িয়ে আসে, আমরা এখনো লাশ বুঝে পাইনি।
এবিষয়ে তানভির পেপার মিলস তথা মেঘনা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কার্তিক চন্দ্র শাহার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তার মোবাইল ফোনটি বন্ধ করে দেন।
এঘটনার পর মেঘনা শিল্পাঞ্চল এলাকায় তানভির পেপার মিলের সামনে শতশত শ্রমিক ও এলাকাবাসী ভির করে। গণমাধ্যম কর্মীরা পেপার মিলের ভেতরে প্রবেশ করতে চাইলে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য তানভির পেপার মিলের মেইন ফটক বন্ধ করে দেয় এবং সাংবাদিকদের ভেতরে ঢুকতে নিষেধ করেন।
তানভীর পেপার মিলসের কন্ট্রাক্টর দেলোয়ার হোসেন বলেন, শাকিল আহমেদ (১৮) আমার দায়িত্বে তানভীর পেপার মিলে কাজ করতেন। আজ অসাবধানতা বশত পাল্প মেশিনে পরে নিহত হয়েছে। পরে আমরা মেশিনের অপারেটরদের সহযোগিতায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন