নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে বর যাত্রীবাহি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ট্রলারের সবাইকে পিটিয়ে কুপিয়ে তাদের সাথে থাকা নগদ, টাকা, মোবাইল ও স্বর্ণলাংকাসহ ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।
গতকাল সোমবার বিকেলে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
বরবাহি ট্রলারের নুরে আলম জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রামের মোতালেবের ছেলে মালেশিয়া প্রবাসী নুরে আলম গত শুক্রবার মেঘনা উপজেলার আবুল কাসেমের মেয়ে সারমিনকে বিয়ে করে। গতকাল সোমবার বরের আত্মীয় স্বজনসহ ৩০/৩৫ জনের একটি দল মেয়ের বাড়ি থেকে ফেরার পথে বিকেলে সোনারগাঁয়ের মেঘনা নদীর প্রতাবেরচর এলাকার সামনে আসা মাত্র ১০/১৫ জনের একটি ডাকাতদল পিস্তল, চাপাতি ও লোহার রড নিয়ে বরযাত্রী ট্রলারে হানা দেয়। এ সময় ডাকাতরা ট্রলারে থাকা লোকজনকে এলোপাতালি পিটিয়ে আহত করে। এতে ট্রলারে থাকা নুরে আলম, আব্দুল বাতেন, জুবায়ের, হাফেজ আহম্মদ, আবু ছালে, সাহপরান, সেলিম, বিল্লাল, নাছরিন, নুরজাহান আহত হয়। পরে ডাকাতরা ট্রলারে থাকা লোকজনের স্বর্ণালংকার, নগদ ১লাখ টাকা, মোবাইলসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিনিয়ে চলে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নৌ পুলিশ ও থানা পুলিশের কয়েকটি দল ডাকাতদের গ্রেফতারে অভিযানে নেমেছে।
একটি মন্তব্য পোস্ট করুন