নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কীটনাশক পানে রেহেনা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে তিনি কীটনাশক পান করে পরে তাকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নিহতের ভাই তুহিন জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই থানার জগতপুর গ্রামে। বর্তমানে তারা সোনারগাঁও পৌর এলাকার সাহাপুর গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতেন। নিহত রেহেনার দুই ছেলে সন্তান রয়েছে।
তিনি আরো জানান, তার বোনের স্বামী জুয়া খেলতেন। আর এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। এসব ঘটনায় আমার বোনকে প্রায় সময় মারধর করতো। সোমবার রাতে ঘরের কিছু জিনিসপত্র বন্ধক রেখে জুয়া খেলতে যাওয়ার সময় আমার বোন তার স্বামীকে বাঁধা দেয়। পরে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়, এক পর্যায়ে বোনকে মারধর করায় অভিমান করে ঘরে এসে কীটনাশক পান করে আত্মহত্যা করে।”
একটি মন্তব্য পোস্ট করুন