SS TV live
SS News
wb_sunny

Breaking News

পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ায় বিশেষ ভূমিকা রাখায় ইঞ্জিনিয়ার মাসুমকে সম্মাননা স্মারক প্রদান

 


পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ায় বিশেষ ভূমিকা রাখায় স্বেচ্ছাসেবী বিডি ক্লিন সোনারগাঁওয়ের পক্ষ থেকে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও স্বর্ণপদক প্রাপ্ত পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। 

সোমবার (৬ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে বিডি ক্লিন সোনারগাঁওয়ের মুখপাত্র কামরুজ্জামান রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল জনপ্রিয় রাজনীতিবীদ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের হাতে সম্মাননা স্মারকটি তুলে দেন। এসময় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুস সাত্তার প্রদানকেও সম্মাননা প্রদান করে সংগঠনটি। 

বিডি ক্লিনের সাথে পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ার মিশনে সম্পৃক্ততার বিষয়ে ইঞ্জিনিয়ার মাসুম বলেন, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী কার্যক্রম গুলো আমার সবসময়ই ভালো লাগে। আমি আমার সামর্থ্য অনুযায়ী পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ার জন্য মানুষকে সচেতন করতে বিডি ক্লিনের ডাস্টবিন স্থাপনের প্রজেক্টে সহায়তা করছি। ভবিষ্যতে এই ধরনের সব কার্যক্রমে আমি বিডি ক্লিনের সাথে আছি এবং থাকবো।

উল্লেখ্য যে, গত ২৪শে এপ্রিল বিডি ক্লিন সোনারগাঁওয়ের সদস্য সম্মেলন ২০২২ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান সোনারগাঁওয়ে ডাস্টবিন স্থাপনের জন্য বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক কামরুজ্জামান রানার হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন। খুব শীঘ্রই অনুদানের অর্থে বিভিন্ন জনবহুল জায়গায় ডাস্টবিন স্থাপ্ন করা হবে বলে জানান বিডি ক্লিন সংশ্লিষ্টরা। 

এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আব্দুস সাত্তার প্রধান, বিজয় টেলিভিশনের দ্বীন ইসলাম অনিক, বঙ্গবন্ধু ঘাতক দালাল কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, দৈনিক ডেলটার কামাল উদ্দিন ভূঁইয়া, দৈনিক জনবানীর নুরনবী জনি, দৈনিক ঢাকা টাইমসের মো. ইমরান হোসেন, দৈনিক আজকালের খবরের মো. আকাশ, দৈনিক ইয়াদের আরাফাত হোসেন সিফাত, দৈনিক মুক্তখবরের শাহীন সাকি প্রমুখ।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন