SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে স্বতন্ত্র প্রার্থী বাবুর কাছে নৌকা প্রতীকের প্রার্থী সোহাগ রনি'র পরাজয়।



সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে এক হাজারের বেশী ভোটে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী দুইবারের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। ১৫ জুন নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বাবুর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী সোহাগ রনি।

১২ কেন্দ্রে ৭০টি বুথে ইভিএমে ভোট হয়। মোট ভোটার ছিল ২৪ হাজার ২৩৪ জন। ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪১ জন ও ৩টি সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী অংশ নেয়।নির্বাচনে সোহাগ রনি পেয়েছেন ৭ হাজার ২৬৭ ভোট। আর বিজয়ী আনারস প্রতীকে আরিফ মাসুদ বাবু পেয়েছেন ৮৩৯৯ ভোট।

জয়ের পর আরিফ মাসুদ জানান, আমি জনগনের অনুরোধে প্রার্থী হয়েছি। এ জয় মোগরাপাড়া ইউনিয়নের জনগনের। এ জয় আমার ইউনিয়নবাসীকে উৎস্বর্গ করলাম।

সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। কোথাও কোন অভিযোগ পাইনি। ইভিএম এখানে অনেকের কাছে নতুন হওয়াতে ও অনেকের হাতের ছাপ না মেলায় কিছুটা ধীরগতি ছিল বলে জানিয়েছেন। এতে কোন সমস্যা হয়নি। ইভিএমে কারচুপির কোন সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠ হয়েছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন