নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাতার প্রবাসী রাকিব আহমেদ'র স্ত্রী'র মোবাইল সেট, নগদ প্রায় ৬ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনতায়ের অভিযোগ পাওয়া গেছে।
১০ জুন শুক্রবার দুপুর এক'টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বাড়ি মজলিস প্রাইমারি স্কুলের রাস্তার বিপরীত পার্শে হাবিবপুর মাজারের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ১১ জুন শনিবার সকালে পৌরসভার আমিন পুর এলাকার নোয়াইল গ্রামের বাসিন্দা বদিউল আলমের মেয়ে ও কাতার প্রবাসী রাকিব আহমেদের স্ত্রী খাদিজা আক্তার রুমী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি জিডি করেন।
খাদিজা আক্তার রুমী বলেন, আমি আমার অসুস্থ শাশুড়ীকে নিয়ে চৌরাস্তায় “মা জেনারেল” হাসপাতালে যাওয়ার পথে ছিনতাইকারীরা আমার কাছে থাকা একটি Vivo, Model Y21 মোবাইল সেট, নগদ প্রায় ৬ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি ও ব্যাগে থাকা প্রয়োজনীয় কাগজ পত্র ছিনিয়ে নিয়ে যায়।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি জিডি নেয়া হয়েছে। মোবাইল সেট ও অন্যান্য জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন