নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাড়ে ১৫ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১আভিযানিক দল।
শুক্রবার (১০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে করে র্যাব।পরে তাদের তল্লাশি করে সাড়ে ১৫ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল সহ তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ শামীম শাহ (৩১), ২। মোঃ মঞ্জুর হোসেন (৪০), ৩। মোঃ ইউসুফ আলী (৫৫) এবং ৪। মোছাঃ নারগিছ আক্তার (২৮)। গ্রেফতারকৃত ১নং ও ৪নং আসামী পরষ্পর স্বামী-স্ত্রী।
র্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
একটি মন্তব্য পোস্ট করুন