আরমান শরীফ হত্যার সাথে শাহ মো. সোহাগ রনি জড়িত থাকার অভিযোগ এনে আরমানের বাড়িতে সংবাদ সম্মেলন করেন আরমানের বাবা-মা। তাদের অভিযোগ ভিত্তিহীন মন্তব্য করে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন শাহ মো. সোহাগ রনি। সোহাগ রনি জানান, আরমান হত্যার কয়েক দফা তদন্ত হয়েছে সেখানে কোথাও আমার নাম নাই। এমনকি ওই হত্যার সাথে আইন শৃঙ্খলা বাহিনী আবার কোন সম্পৃতা পাইনি। একটি চক্র আমার নির্বাচনকে বানচাল করার জন্য আমাকে নির্বাচনকে বাহিরে রাখতে তাদের পরিবারকে দিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। সংবাদ সম্মেলনকে মিথ্যা আখ্যা দিয়ে সোহাগ রনি তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি প্রতিবাদ দিয়েছেন। নিম্নে প্রতিবাদ হুবহু তুলে ধরা হলো:
প্রিয় সাংবাদিক ভাই ও সোনারগাঁও বাসী আপনাদের কাছে বিচার দিলাম।
আমার নামে মিথ্যা পোস্টার ও ভূয়া সংবাদ সম্মেলন করছে একটি মহল।
আমার বড় অপরাধ আমি কেনো মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান প্রার্থী হলাম।আমার অপরাধ আমি ইউনিয়ন বাসীর সুখে দুঃখে পাশে থাকতে চেয়েছি।
এইটাই আমার সবচেয়ে বড় অপরাধ।
আরমান শরিফ মামলার কোন জায়গায় আমার নাম নাই।
যেমন ,২৯/১১/২০১৫ মামলার এজাহারে ও আদেশ নামা।
এখানে যারা মামলার এজাহারে আসামী তারা কার লোক।আপনে ভালো করে দেখেন।
তারিখঃ১২/০৫/২০২২ইং
একটি মন্তব্য পোস্ট করুন