নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫শ ৯৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১আভিযানিক দল।এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (২৮ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৫৯৪ বোতল ফেন্সিডিলসহ সাইফুল ইসলাম(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, সাইফুল ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন নবাবগ্রাম এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। সে একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে আসছিল। সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
একটি মন্তব্য পোস্ট করুন