নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪শ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১আভিযানিক দল।এসময় মাদক বিক্রির নগদ টাকা ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
শুক্রবার (২৭ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৪০০ বোতল ফেন্সিডিলসহ মোঃ মাইন উদ্দীন (৩৩) নামে মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করে এবং তাকে তল্লাশি করে বিক্রয়ের নগদ ২,৬৭৫/- টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন