নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাশিপুর এলাকার মাদ্রাসা সংলগ্ন সেতুর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কাচঁপুর ইউনিয়নের চেংগাইন খালপাড় এলাকার সিরাজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২৬) ও কাশিপুর এলাকার বাহাউদ্দীন মিয়ার ছেলে রনি হাসান (৩০)।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাচঁপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় কাশিপুর মাদ্রাসা সংলগ্ন একটি সেতুর পাশ থেকে ১০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ জহিরুল ইসলাম ও রনি হাসান নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন