SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে আরমান শরীফ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন।




সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চাঞ্চল্যকর ব্যাবসায়ী আরমান শরীফ হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের  দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। 

বুধবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আরমান শরীফের বাবা ডাঃ মঞ্জুরুল হক। 

লিখিত বক্তব্যতে তিনি জানান ২০১৫ সালের ১১ নভেম্বর স্থানীয় শাহ জামাল তোতার ছেলে শাহ মোঃ সোহাগ রনির নেতৃত্বে তার পালিত  সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে ব্যাবসায়ী আরমান শরীফকে কুপিয়ে হত্যা করে। দীর্ঘ সাত বছর অতিবাহিত হলেও চাঞ্চল্যকর আরমান শরীফ হত্যা মামলার মূলহোতা সোহাগ রনি এখনো গ্রেফতার হয়নি। এমনকি তদন্তনাদীন বিভিন্ন  দফতরে সু- কৌশলে যোগাযোগ করে চার্জশিট থেকে তার নাম বাদ দেয়াসহ মামলাটির চূড়ান্ত রিপোর্ট দিতে দৌড়ঝাঁপ করছে। এ,ছাড়া আরমান শরীফের পরিবারের বিভিন্ন সদস্যদেরকে মামলা নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিছে। তাই এ হত্যাকাণ্ডের মূলহোতা সোহাগ রনিসহ সকল আসামীকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী করেছেন নিহতের পরিবার।

এ বিষয় সোহাগ রনি'র মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন