SS TV live
SS News
wb_sunny

Breaking News

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে দীপের শোক।



 বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য সিলেটের কৃতি সন্তান আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন পুত্র, মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ। 

এক শোক বার্তায় এরফান হোসেন দীপ মরহুমের রোহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টা ৫০ মিনিটে আবদুল মুহিতকে অসুস্থ অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

ভাষা সংগ্রামী আবুল মাল আবদুল মুহিত ছিলেন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিক, লেখক ও পরিবেশকর্মী। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন