SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী আটক

 


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১ হাজার ৫০৩ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১।এসময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।


বুধবার(৯মার্চ) সকালে উপজেলার উত্তমদি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার উত্তমদি এলাকার মৃত কমর আলীর ছেলে মোঃ জসিম উদ্দিন, একই এলাকার মৃত মোখলেছ উদ্দিনের ছেলে মোঃ সাঈদ, ছোট শিলমান্দি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মনছুর আহমদ এবং হাবিবপুর এলাকার মোঃ রিয়াজুল ইসলামের ছেলে মো. মেরাজ।

বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১’র উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, আটকরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে বিপুল পরিমান ফেনসিডিল নারায়ণগঞ্জে নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন