নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ওয়াজ মাহফিলে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাস বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে মানহানীর মামলার আবেদন গ্রহণ করেছে নারায়ণগঞ্জের একটি আদালত।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।এর আগে সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে মামলার এ আবেদন করেছিলেন মো. ফারুক (৩৯)। মো. ফারুক চেঙ্গাকান্দী পাইকপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।
এ বিষয়ে মামলার বাদী ফারুক বলেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য লায়ন বাবুল প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ওয়াজ মাহফিলে বেফাসঁ বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রাষ্ট্রপ্রধান। তাকে নিয়ে বেফাঁস বক্তব্য দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্ত্যব্যে মানহানী হয়েছে। এজন্য লায়ন মাহবুবুর রহমান বাবুলের বিরুদ্ধে মানহানীর মামলার আবেদন করেছিলাম। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহফিলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসেন তাহলে অনুমতি লাগবে মন্তব্য করেন ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ চেয়ারম্যান আরও বলেছেন, আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আমার এলাকাতে আমি ম্যাজিস্ট্রেট। আমি যা বলবো তাই হবে। আমি যদি সুইচ অফ বলি তাহলে সেটাই হবে। প্রশাসন আমার পক্ষে কাজ করবে। কারও ফোনে প্রশাসন আসবে না।
এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে তাকে সাময়িক অব্যহতি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ। এছাড়াও স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর চিঠি দেওয়া হয়েছে।
The Borgata Hotel Casino & Spa to host the Super Bowl on
উত্তরমুছুনThe Super Bowl is one of 구미 출장안마 the 논산 출장안마 most watched sporting events in the United States. 이천 출장마사지 And there are 영주 출장샵 many 문경 출장마사지 other sports, too.
joya shoes 164v2xcydz201 joya sko,joya sko,joya skor,Cipő joya,zapatos joya,joya schoenen verkooppunten,Scarpe joya,chaussures joya,joya schuhe wien,joya schuhe joya shoes 215i3rojsx817
উত্তরমুছুন