বুধবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে উপজেলার নোয়াগাঁও লাধুরচর মাদ্রাসা সংলগ্ন ইব্রাহিমের মুদি দোকানে এ অগ্নিকান্ডের ঘটানা ঘটে।
দোকান মালিক ইব্রাহিম জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত ২টার সময় হঠাৎ তার দোকানে আগুন দেখতে পান। এসময় তিনি চিৎকার করে বাড়িঘরের আশপাশের লোকজনকে নিয়ে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হোন।দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন পূর্ব শত্রুতার জের ধরে তার দোকানে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।
একটি মন্তব্য পোস্ট করুন