SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে পানিতে পরে শিশুর মৃত্যু

 


সোনারগাঁও পৌরসভার দিঘীরপাড় গ্রামে পানিতে পড়ে নোহা নামের ৩ বছরের এক শিশুর মৃতু হয়েছে। এ সময় সাথে থাকা মোস্তাকিম নামের এক শিশু আহত হয়েছে।

মৃত নোহা খাসনগর দিঘীরপাড় গ্রামের ইলিয়াছ মিয়ার মেয়ে।

এলাকাবাসী জানান, ২১শে ফেব্রুয়ারী সোমবার দুপুরে নোহা ও মোস্তাকিম নামের ২ শিশু উঠানে খেলা করছিল। হঠাৎ করে খেলার ছলে তারা দুজন খাসনগর দিঘীর পাড়ে যায়। এসময় দুজনই দিঘীর পানিতে পড়ে গেলে মোস্তাকিম কোন মতে উপরে উঠতে পারলেও নোহা পানিতে তলিয়ে যায়। এসময় মোস্তাকিম বাড়িতে গিয়ে নোহার পানিতে পড়ে যাওয়ার বিষয় জানালে  নোহার স্বজনরা পানি থেকে নোহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ইলিয়াছ মিয়ার এক ছেলে এক মেয়ের মধ্যে নোহা ছিলো ছোট।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন