SS TV live
SS News
wb_sunny

Breaking News

মেয়েকে নিয়ে বাড়ি ফেরা হলোনা,ঘাতক ট্রাকের চাপায় বাবা মেয়ের মৃত্যু।

 



নারায়ণগঞ্জের  চাষাড়ায় ইটবোঝাই ট্রাকের চাপায় রিকশায় থাকা বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। ১০ডিসেম্বর শুক্রবার দুপুর ১টায় চাষাঢ়ায় ডাকবাংলার সামনে ঢাকা-পঞ্চবটি-চাষাড়া সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন আলতাফ (৪৫) ও তাত ১৪ বছরের মেয়ে বেলী।নিহত আলতাফ সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকার বাসিন্দা।

চাষাড়ায় খালার বাসায় ছিলেন বেলী। একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য তাকে খালার বাসা থেকে নিয়ে আসতে যান বাবা আলতাব হোসেন। বাবা-মেয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে বাবা-মেয়ে রাস্তায় পড়ে যান। এরপর ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে স্থানীয়রা আটকে দেয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ট্রাকের চাকার নিচ থেকে বাবার ও সড়কের পাশ থেকে মেয়ের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন