SS TV live
SS News
wb_sunny

Breaking News

ট্রাক্টর খাদে পড়ে কিশোরের মৃত্যু

 



 সুমনা সাথী (ঠাকুরগাঁও):

 ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে খাদে পড়ে দুলাল চন্দ্র রায় (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

 আজ শুক্রবার ভোরবেলা বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের দুওসুও পেট্রলপাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুলাল চন্দ্র রায় উপজেলার পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া মালিপাড়া গ্রামের হরজীবন সিংহের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরবেলা ট্রাক্টর মেরামত শেষে সেটি চালিয়ে দেখার জন্য বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের দুওসুও পেট্রলপাম্প এলাকায় যায় দুলাল। গাড়ি ঘুরিয়ে গ্যারেজে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান বলেন, ‘কিশোর দুলাল স্থানীয় একটি গ্যারেজে গাড়ি মেরামত কাজ শিখছিল। কারও কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন