SS TV live
SS News
wb_sunny

Breaking News

পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধের কারনে সোনারগাঁওয়ে বেড়েছে সবজির দাম।




জ্বালানী তেলের দাম বেড়ে যাওয়ায় পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধের কারনে প্রভাব পড়েছে সবজির বাজারে। নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের বিভিন্ন কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে কেজিতে ৫ থেকে ১০ বেশি দামে।এদিকে, সবজির দাম বাড়ায় চাপের মুখে পড়েছেন ক্রেতারা।
সবজি কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, শীতের সবজি বাজারে এলেও দাম কমার লক্ষণ নেই প্রায় সব ধরনের সবজি ৫-১০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বিশেষ হেরফের হয়নি। দাম আগের মতোই চড়া। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে।
মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজার এলাকার সবজি বিক্রেতা সোহাগ জানান, ডিজেলের দাম বাড়ায় ট্রাকমালিকেরাও ভাড়া বাড়িয়ে দিয়েছেন। ফলে পরিবহন খরচ বেড়ে গেছে। পাশাপাশি যানবাহন চলাচল বন্ধের ঘোষণায় রাজধানী সহ সব যায়গায়তেই পণ্য পরিবহনকারী ট্রাক কম এসেছে। এ দুই কারণে সবজির দাম কিছুটা বেড়েছে।

প্রতি কেজি শিম ১২০-১৪০, গাজর ১০০-১২০, টমেটো ১১০-১২০ এবং ছোট জাতের করলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি ফুলকপির দাম ৪০-৫০, বাঁধাকপি ৫০-৫০ টাকা।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন