SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁওয়ে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 


নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বাগমুছা ঋষিপাড়া পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুম্মন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

জুম্মন মিয়া সিদ্ধিরগঞ্জের মিজমিজি গ্রামের মোশারফ মিয়ার ছেলে। তিনি বাগমুছা ঋষিপাড়ার পূজামণ্ডপে জেনারেটরের অপারেটর ছিলেন।

জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে পূজামণ্ডপে বিদ্যুৎ চলে যায়। এ সময় জুম্মান জেনারেটর চালু করলে জেনারেটরের তারে সে বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঋষিপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস জানান, বিদ্যুৎ চলে যাওয়ার পর জুম্মন জেনারেটর চালু করতে গিয়ে হঠাৎ বুকের ব্যথায় মাটিতে পড়ে যায়। পরে তার সহযোগীরা তাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎক ডা. আক্তার জাহান বলেন, জুম্মনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার সঙ্গে থাকা স্বজনরা জানায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলতে পারব না।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন