SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে সাংবাদিক মিঠুর দোকানে দুর্ধর্ষ চুরি।



নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা দৈলেরবাগ এলাকায় অভিনব পদ্ধতিতে দোকানের উপরের টিন কেটে সাংবাদিক মিঠুর দোকান সহ ২টি বিকাশ এজেন্টের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা সহ  প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান দোকান মালিকরা। ৫ই সেপ্টেম্বর রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে

ভুক্তভোগী দোকান মালিক সাংবাদিক মিঠু বলেন, এটি নতুন কোনো চুরি ঘটনা নয়, পূর্বে একিই পদ্ধতিতে বেশ কয়েকবার এই এলাকায় কয়েকটি দোকানে এ ধ রনের চুরির ঘটনা ঘটেছে।তবে কাউকে শনাক্ত করা যায়নি।ঐ এলাকায় ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে চরম আতঙ্ক।

পাশ্ববর্তী কয়েকজন ব্যবসায়ীরা জানিয়েছেন, এই ধরনের চুরি একেরপর এক বেশ কয়েকবার সংগঠিত হওয়ায় আমরা নিজেরাও নিজেদের দোকান নিয়ে শঙ্কিত। উক্ত দুর্ধর্ষ চুর হতে নিজেদের নিরাপত্তার স্বার্থে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চুরিকৃত মাল উদ্ধারে প্রশাসনিক সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী দোকান মালিক সাংবাদিক মিঠু এবং অন্যান্য ব্যবসায়ীরা।

এ বিষয় সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন